
ফাতেহ ডেস্ক
দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন। আজ বৃহস্পতিবার, মাদারীপুর, যশোর ও চট্টগ্রামে পৃথকভাবে এ তিন দুর্ঘটনা ঘটে। সব মিলিয়ে এতে আহত হয়েছেন অন্তত ৮০ জন।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদরের কলাবাড়ি এলাকায় ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায় যাত্রীবাহী একটি বাস। এ সময়, ঘটনাস্থলেই আটজনের প্রাণ চলে যায়। আহত হন কমপক্ষে ৪০ জন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে যশোর-খুলনা সড়কে পিকনিক কর্ণার এলাকায় ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন ১৫ জন। অন্যদিকে, যশোরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় রূপসা পরিবহণের চাপায় একজন সাইকেল আরোহী মারা গেছেন।
এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট আটজন প্রাণ হারান। এ ঘটনায় আহত হন অন্তত ৩০ জন।
লোহাগাড়ার চুনতি এলাকার কক্সবাজার থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে। সম্পর্কে তারা মা-মেয়ে ও নাতি। ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায় তারা।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসটি ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পাশাপাশি বাসচালক ও অসচেতনতাও দায়ী বলে জানিয়েছে পুলিশ।