আমেরিকাকে সাথে নিয়ে কোনো নৈতিক পৃথিবী সম্ভব নয় : এরদোগান

আমেরিকাকে সাথে নিয়ে কোনো নৈতিক পৃথিবী সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। শনিবার (৯ ডিসেম্বর) তিনি এমন মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেয়ার পরই বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন এ নেতা। এদিন নিরাপত্তা পরিষদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেন তিনি।

এরদোগান বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের পরিবর্তে ইসরাইলের স্বার্থ রক্ষার পরিষদে পরিণত হয়েছে এটি।

এদিন জাতিসংঘ পুনর্গঠনের দাবিও উত্থাপন করেন প্রভাবশালী এ বিশ্বনেতা। সংস্থাটির গঠন এবং কার্যক্রম নিয়েও গোটা বিশ্বকেই প্রশ্ন তোলার আহ্বান জানান এরদোগান।

আগের সংবাদপেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদস্মৃতির মিনারে মুফতি ফজলুল হক আমিনী রহ.