ইডেনছাত্রীদের দিয়ে জোরপূর্বক দেহব্যবসার অভিযোগ, আলেমরা যা বলছেন

ফাতেহ ডেস্ক:

ইডেন মহিলা কলেজে পড়ুয়া ছাত্রীদের জোর করে দলের শীর্ষ নেতাদের বিছানায় পাঠানোর অভিযোগ উঠেছে কলেজের নেত্রীদের বিরুদ্ধে। কেউ নেতাদের বিছানায় যেতে না চাইলে তাকে নির্যাতন করা হয় বলেও বক্তব্য দিয়েছে শিক্ষার্থীরা।

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা সুন্দরীদের ছবি তোলেন এবং ব্যবসা করাতে চান বলে অভিযোগ করেছেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী। তার অভিযোগর পরই ঢালাওভাবে ইডেনের ছাত্রীদের দোষারোপ করতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের। আলেমরা বলছেন, ঢালাওভাবে সবাইকে দোষারোপ কর যাবে না।

আইএফএ কনসালটেন্সির সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি ইউসুফ সুলতান বলেন, ইসলামে মানুষের সম্মান রক্ষা করা অত‍্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের চূড়ান্ত সম্মানহানি হয় যে বিষয়ে— অবৈধ শারীরীক সম্পর্কের অভিযোগ— এ ক্ষেত্রে অভিযোগ প্রমাণে ও শাস্তি কার্যকরে কঠিন রিকোয়ারমেন্ট আছে। বরং কোনো সতী নারীকে যিনার অপবাদ দিয়ে প্রমাণিত না হলে উল্টো অপবাদকারীর ওপর অপবাদের নির্ধারিত শাস্তি প্রযোজ‍্য হয়। সম্প্রতি ইডেনে আমাদের বোনদের নিগ্রহের যে সব সংবাদ সামনে আসছে, আমরা এতে অত‍্যন্ত মর্মাহত। নারীর সম্মান ও নিরাপত্তায় ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সমাজের কোনো বিবেববানই এ ক্ষেত্রে ভিন্ন চিন্তা করতে পারেন না। আমরা আশা করি, অথোরিটি বিষয়টা খতিয়ে দেখবেন এবং তাদের সম্পূর্ণ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবেন। একই সঙ্গে আমাদের বোনদের আরো সতর্ক হতে এবং শরীয়াহ পরিপালনের পরামর্শ দেব এবং তাদের গার্ডিয়ানদের তাদের সম্মান ও নিরাপত্তার পূর্ণ খেয়াল রাখতে অনুরোধ করবো। তবে এ অভিযোগের ভিত্তিতে ঢালাওভাবে কোনো কলেজ বা প্রতিষ্ঠানের সকল ছাত্রীর ব‍্যাপারে এ অভিযোগ তোলা ইসলামের দৃষ্টিতে অত‍্যন্ত ঘৃণ‍্য কাজ।’

কবি ও গবেষক মুসা আল হাফিজ বলেন, ইডেনপ্রশ্নে ঢালাও প্রচারণা খুবই অন্যায়। সেখানে অনাচারকারীদের সংখ্যা অনেক। কিন্তু নিজের আত্মমর্যাদা, শ্লীলতা ও দায়িত্বসচেতন মেয়েরা ঢালাও তুহমতের শিকার না হোক। তাদের সংখ্যাও অনেক। এমন বহু পরিবার আমার জানা, আমার সাথে যোগাযোগ রাখেন তারা। মেয়ে ইডেনে পড়ে। কিন্তু তাকওয়ার প্রশ্নেও সচেতন থাকতে চান। মাহরাম আত্মীয় ছাড়া অন্য সব আত্মীয়ের ক্ষেত্রেও তারা সিরিয়াস। প্রশ্নটা মেয়েদের। অভিযোগটা সতিত্ব নিয়ে। একটু রয়ে সয়ে মন্তব্য করার পরামর্শ দেন তিনি।

অনলাইন এক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী বলেন, মহানবী সা. এর প্রতি কটুক্তির প্রতিবাদে ইডেন কলেজ থেকেও মিছিল বের হয়েছিল। এবং সেখানে হিজাবে আবৃত বোনদের মিছিলে উচ্চকিত হতে দেখেছি আমরা। কয়েক হাজার ছাত্রী ইডেনে পড়াশোনা করেন। সেজন্য ইডেন নিয়ে কথা বলার ক্ষেত্রে এইসব বোনদের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আমাদের বলা ও লিখার কারণে বাকি বোনেরা যেনো সামাজিক হেনস্তার মুখোমুখি না হন, সেটা খেয়াল রাখতে হবে।

আগের সংবাদইউসুফ কারজাভি : ইসলাহি ধারার প্রধান আলেমের বিদায়
পরবর্তি সংবাদএক দিনে রেকর্ড ৫২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে