আন্তর্জাতিক ডেস্ক:
দখলদার ইহুদিবাদি দেশ ইসরাইল ও লেবাননের মধ্যে সমুদ্রসীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে, উভয় দেশই এখন সমুদ্রের তলদেশের বিরোধপূর্ণ গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস আহরণ করতে পারবে। এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং লেবাননের প্রেসিডেন্ট মিশেল আওন। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, গ্যাস ক্ষেত্র নিয়ে বিরোধের কারণে দু’দেশের মধ্যে সংঘাত বেঁধে যাওয়ার উপক্রম হয়েছিল। লেবাননের সংগঠন হেজবুল্লাহ একাধিকবার ইসরাইলে হামলার হুমকিও দিয়েছে। তবে ইসরাইল বৈরুতের সম্মতি ছাড়া গ্যাস ক্ষেত্রে খনন শুরু করেনি। এখন চুক্তির পর শান্তিপূর্ণ উপায়েই দুই দেশ গ্যাস তুলতে পারবে। যদিও এই দুই দেশের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই। প্রায়ই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে।
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে পশ্চিমা দেশগুলো যখন গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে, তার মধ্যে দুই বৈরী প্রতিবেশী দেশের মধ্যে এই সমঝোতা হলো। লেবাননে এখন তীব্র অর্থনৈতিক সঙ্কট চলছে। বিশ্বব্যাংকের ভাষায় এটি আধুনিককালের মধ্যে সবচেয়ে মারাত্মক সঙ্কট। লেবানন আশা করছে, সাগরতলের গ্যাসক্ষেত্র থেকে গ্যাস আহরণ করতে পারলে তাদের দুর্দশা কিছুটা লাঘব হবে।