
ফাতেহ ডেস্ক
সাংবাদিক খাশোগজি হত্যায় সৌদি আরবের যুবরাজের জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত দল। এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলক বলে জানান, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক জাতিসংঘ দূত অ্যাগনেস ক্যালামার্ড।
একশ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়, ফরেনসিক রিপোর্টসহ অন্যান্য আলামতে সৌদি কর্তৃপক্ষের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক অপরাধ বলেও উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তারা। রাজতন্ত্রের কঠোর সমালোচক খাশোগজি ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের সৌদি দূতাবাসে নিহত হন।
শুরুতে দায় এড়ানোর চেষ্টা করলেও, আন্তর্জাতিক চাপের মুখে ১১ কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করে সৌদি আরব। তবে সৌদি আরবের তদন্তকে অগ্রহণযোগ্য বলে নাকচ করেছে জাতিসংঘের তদন্ত দল।