অবরুদ্ধ গাজা উপত্যকায় মালাকা নামক একটি পরিবারের ৪১ জন সদস্যকে বিমান হামলার মাধ্যমে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। এ বিষয়টি নিশ্চিত করে পরিবারের সদস্যদের একটি তালিকা প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত রবিবার তাদের সকলকে হত্যা করা হয়।
এদিকে, গাজায় প্রতিটা আবাসিক ভবনের প্রায় ৪৫ শতাংশ ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ‘ওচা’ নামে পরিচিত জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা সমন্বয় বিষয়ক দফতর। সেই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত হয়েছে ৩০০ টি শিক্ষা কেন্দ্র। ১৩৫টি চিকিৎসা কেন্দ্রেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী।
অন্যদিকে, লেবাননের হিজবুল্লাহের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী। তবে এ ঘটনায় কোন ব্যক্তি হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি।
সূত্র: মিডল ইস্ট আই