গাজার দক্ষিণাঞ্চলে ১০ ইসরায়েলি সেনাকে হত্যা করল হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ১০ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া হামাসের যোদ্ধারা ইসরায়েলি ট্যাংক, সামরিক যান এবং সামরিক বুলডোজারেও হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দক্ষিণ গাজা উপত্যকায় ১০ ইসরায়েলি সৈন্যকে হত্যা করা হয়েছে বলে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস মঙ্গলবার জানিয়েছে।

গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, খান ইউনিস শহরের পূর্বে ‘পয়েন্ট-ব্ল্যাংক রেঞ্জে’ অর্থাৎ ‘খুব কাছ থেকে গুলি করে’ ওই ইসরায়েলি সৈন্যদের হত্যা করে হামাসের যোদ্ধারা।

গোষ্ঠীটি আরও বলেছে, সেনাদের হত্যার পাশাপাশি খান ইউনিসের পূর্ব ও উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধারা তিনটি ইসরায়েলি ট্যাংক, দুটি সেনাবাহী সামরিক যান এবং তিনটি সামরিক বুলডোজারে অ্যান্টি-আরমার শেল দিয়ে হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

প্রসঙ্গত, হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরকে লক্ষ্য করেই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করার পর থেকে সেখানে কমপক্ষে ১৬ হাজার ফিলিস্তিনি নিহত এবং আরও ৪২ হাজারেরও বেশি আহত হয়েছেন।

আগের সংবাদমাদরাসার খাবারে বিষক্রিয়া, ১৮ শিক্ষার্থী হাসপাতালে
পরবর্তি সংবাদফিলিস্তিনি ছাত্রদের টিউশন ফি মওকুফ করলো আজহার বিশ্ববিদ্যালয়