জ্যোৎস্নাস্নাত ঘোরে

সায়েম সালাহ্উদ্দীন:

দূর স্রোতে

রাখা চ্ছলাৎ চ্ছলাৎ

স্বপ্নের অন্তরে

 

যেন কোনো রাতে

যেন কোনো গাঢ়

জ্যোৎস্নাস্নাত ঘোরে

 

একটা নদী

মহাকাশ জুড়ে

বৃষ্টির মতো ঝরে;

 

ঝ’রে ঝ’রে পরে

স্বপ্নের অন্তরে–

 

যেন কোনো রাত

কোনো সুঘন

জ্যোৎস্নাস্নাত ঘোরে।

আগের সংবাদশরণার্থী (উপন্যাসিকা)
পরবর্তি সংবাদহায়াতুননেছা