পবিত্র কুরআনের পূর্ণাঙ্গ কাব্যানুবাদ শেষ করলেন জাগ্রত কবি মুহিব খান

রাকিবুল হাসান:

পবিত্র কুরআনের প্রথম পূর্ণাঙ্গ ও বিশুদ্ধ কাব্যানুবাদ শেষ করেছেন জাগ্রত কবি মাওলানা মুহিব খান। আজ সকালে এ কাব্যানুবাদ শেষ করেছেন তিনি।

আজ সকালে ফেসবুক পোস্টে মুহিব খান একটি ছবি আপলোড করেন। তাতে দেখা যায়—বালিশের ওপর রাখা কুরআনের বিভিন্ন অনুবাদ। পাশেই আরেকটি বালিশে তার কাব্যানুবাদের খাতা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—’সুবহানাল্লাহ! ওয়ালহাদুলিল্লাহ! ওয়া লা- ইলাহা ইল্লাল্লাহু! আল্লাহু আকবার!! আজ এ মুহূর্তে শেষ হলো—পবিত্র কুরআনের প্রথম পূর্ণাঙ্গ ও বিশুদ্ধ কাব্যানুবাদ।’

কুরআনের কাব্যানুবাদের কঠিন কর্ম সম্পর্কে মুহিব খান বলেন, ‘প্রতিদিন টানা ১০/১২ ঘণ্টা, এমনকি কোন কোন দিন ১৫ থেকে ১৮ ঘন্টাও গবেষণা করেছি আর লিখেছি। কিছু কিছু আয়াতের সঠিক অর্থ-উদ্দেশ্য উদ্ধার করতে একাধিক তরজমা তাফসীর ঘেটে সিদ্ধান্তে পৌছতে হয়েছে। ধরা-বাধা এবং অপরিবর্তনীয় আল্লাহর কালামকে কবিতার কাঠামো ও মানদণ্ডে মিলাতে মগজ গলে যাওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো টুকরো আয়াতগুলোকে কাব্যানুবাদের ছকে ফেলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতো। তখনই সুস্পষ্ট ইলহাম ও ইলকা’র মাধ্যমে আল্লাহর নির্দেশনা পেতাম।’

আল্লাহ তায়ালার শুকরিয়া আাদায় করে তিনি বলেন, ‘শয়তানের প্রাণান্তকর বাধা-বিঘ্ন থেকে আল্লাহ হেফাজত করেছেন ও করবেন। অকৃতি অধম আমি। এ কাজের উপযুক্ত নই। তবুও আল্লাহ চেয়েছিলেন বলেই শুরু করিয়েছিলেন। তিনিই শেষ করিয়েছেন।’

No description available.

আগের সংবাদওমরাহ চালু হচ্ছে ৪ অক্টোবর থেকে, প্রস্তুত কাবা শরিফ
পরবর্তি সংবাদঅস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড