ফুটবল বিশ্বকাপ সামনে রেখে কাতারে ইসলামিক আর্ট মিউজিয়াম চালু

মুনশী নাঈম:

আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ইসলামিক আর্টের একটি মিউজিয়াম উন্মোচন করেছে কাতার। ১৮ মাসের সংস্কার কাজ শেষে গতকাল মঙ্গলবার ইসলামী সংস্কৃতি, শিল্প ও ইতিহাস সম্পর্কিত আর্টের এই সংগ্রশালা উন্মুক্ত করা হয়। খবর খালিজ টাইমসের।

মিউজিয়ামের পরিচালক জুলিয়া গোনেলা বলেন, এই অঞ্চলে ইসলামিক শিল্পের সবচেয়ে বড় জাদুঘর এটি। তাহলে ইসলামী সংস্কৃতি, শিল্প ও ইতিহাস সম্পর্কে আপনি এখান থেকে ভালো আর কোথায় জানতে পারবেন?’

দোহার ওয়াটারফ্রন্ট প্রমনেডে পাঁচ তলা একটি ভবনে এই মিউজিয়াম অবস্থিত। ভবনটির নকশা করেছেন বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত স্থপতি প্রয়াত মার্কিন স্থপতি আইএম পেই। নতুনভাবে মিউজিয়ামের সংগ্রহগুলোকে সাজানো হয়েছে। সংগ্রহশালার দুই-তৃতীয়াশ নতুন সংগ্রহ।

জুলিয়া গোনেলা বলেন, ‘আগে এখানে কেবল আর্টের সংগ্রহ ছিল। এখন সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন জিনিসও যুক্ত করা হয়েছে।’

Gulftimes : Reimagined Museum of Islamic Art inaugurated

আগের সংবাদ‘সব বিষয়েই পারদর্শিতা হোক’ : দারুর রাশাদ খুলছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়
পরবর্তি সংবাদআইনত নিষিদ্ধ, তবু বাংলাদেশে আশংকাজনকভাবে বাড়ছে গর্ভপাত