বিশ্ব সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর আহ্বান

ফাতেহ ডেস্ক:

বিশ্ব সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণে জি-২০ নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন, সংকট মোকাবেলায় কার্যকর সুপারিশ তৈরির জন্য জোটের প্রচেষ্টাকে সমর্থন করতে বাংলাদেশ প্রস্তুত।

শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া জি-২০ সম্মেলনের প্রথম অধিবেশনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, বৈশ্বিক উন্নয়নের জন্য ধনী দেশগুলির উচিৎ যথাসাধ্য চেষ্টা করা। এমন একটি বৈশ্বিক ব্যবস্থা দরকার, যা দারিদ্র্য বিমোচনের সমাধান করবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জ্ঞানভিত্তিক সমাজের জন্য প্রযুক্তিগত কর্মকাণ্ডে অর্থায়ন করবে।

শেখ হাসিনা আরও বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা না থাকলেও এর পরিণতির শিকার হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ।

আগের সংবাদমরক্কোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৮২০
পরবর্তি সংবাদশেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত