
আন্তর্জাতিক ডেস্ক:
মাদরাসাশিক্ষার্থী ও শিক্ষকদের এখন থেকে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করেছে যোগী সরকার। বৃহস্পতিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিল যোগী আদিত্যনাথ সরকার। তার ২৪ ঘণ্টার মধ্যেই একই পথে হাঁটার ইঙ্গিত দিল মধ্যপ্রদেশ।
বিজেপি শাসিত এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা সরকারি মুখপাত্র নরোত্তম মিশ্র শুক্রবার জানান, শুধু ধর্মীয় স্থানে নয়, জাতীয় সঙ্গীত সব জায়গাতেই গাওয়া উচিত। তবে বিষয়টি আলোচনা সাপেক্ষ। তারপর সিদ্ধান্ত নেয়া হবে মাদরাসায় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা হবে কি না।
উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ইতোমধ্যেই মাদরাসায় ‘জনগণমন’ গাওয়া আবশ্যক ঘোষণা করেছে।
২০১৭ সালে উত্তরপ্রদেশ মাদরাসা বোর্ড স্বাধীনতা দিবসে তাদের অনুমোদিত সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক করে। এর পাঁচ বছর পর স্কুলে ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া আবশ্যক করা হলো।
উত্তরপ্রদেশ মাদরাসা বোর্ডের চেয়ারম্যান আগেই বলেছিলেন, সব স্কুলেই জাতীয় সঙ্গীত গাইতে হয়। মাদরাসাশিক্ষার্থীদের মধ্যেও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে চাই আমরা। ওরা যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদের ইতিহাস, সংস্কৃতির সাথে পরিচিত হয়, সে জন্যই আসন্ন শিক্ষাবর্ষ থেকে তা বাধ্যতামূলক করা হচ্ছে।