লোকসানে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা

চামড়ার দাম না পেয়ে হতাশ দিনাজপুরের মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনেছেন আড়তদাররা। অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলেছেন, চামড়ার মান ভালো হলে ভালো দাম দিয়ে কিনছেন তারা।

দাম না পেয়ে চরম হতাশ দিনাজপুরের মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। বলছেন, পাড়া-মহল্লা থেকে বেশি দামে চামড়া কিনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।

এবারো ছাগলের চামড়া কিনছেন না আড়তদাররা। গরুর চামড়ার দামও কম দিচ্ছে আড়তদাররা। এতে চামড়া নিয়ে অনিশ্চয়তায় মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে সরকারের বেধে দেয়া দামের চেয়ে কম দিচ্ছে আড়তদাররা।

মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ মানতে চান না আড়তদাররা। তারা বলছেন, ভালো মানের চামড়া আটশ’ থেকে ৯শ’ টাকায় কিনছেন তারা।

লবণ ও প্রক্রিয়াকরণসহ খরচ বেড়ে যাওয়ায় চামড়ার দাম কমেছে বলে মনে করেন অনেক ব্যবসায়ী।

আগের সংবাদগাজা যুদ্ধ সত্ত্বেও ইসরাইলে রপ্তানি বাড়িয়েছে মিশর, আরব আমিরাত ও জর্দান
পরবর্তি সংবাদদেশব্যাপী রাসেলস ভাইপার আতঙ্ক: জরুরি বার্তায় যা বললেন স্বাস্থ্যমন্ত্রী