সম্পাদকীয়

মহামারী বিপর্যয়ে মানুষ এখন অধিক শোকে পাথরে পরিণত হয়েছে। কিছুদিন লকডাউন থাকলেই করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এসে যাবে— এই ছিল সবার বিশ্বাস। এখন, জুলাইয়ের শেষ, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসার কোন লক্ষণ দেখা যাচ্ছে না, আবার অর্থনৈতিক চাপে মানুষ আর লকডাউন মানছে না। রাজনৈতিক ব্যর্থতা ও প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ যখন দিশেহারা—এমন সময়ে ঈদ আসছে ; কুরবানির ঈদ। ঈদ মানে আনন্দ, আবার কুরবানি মানে আত্মত্যাগ— এই দুই মর্ম এবারের ঈদ আয়োজনে ভালোভাবেই উপস্থিত থাকবে। পাঠক— যারা আমাদের এই বিশেষ সাময়িকী পড়ছেন, তাদের সবার প্রতি ঈদের শুভেচ্ছা ও মুবারাকবাদ জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম— আল্লাহ আমাদেরকে কবুল করুন।

এবারের ঈদুল আজহার সংকলনকে প্রামাণ্য ও বৈচিত্র্যপূর্ণ করার সব চেষ্টাই আমরা করেছি। নানামুখী গল্প, মত ও ব্যাখ্যা উপস্থাপনের চেষ্টা করেছি, যাতে সব ঘরানার বাঙালি পাঠক এই সংকলনে আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়। আমরা বিশ্বাস করি, আমাদের সমাজে অনেক রকম মত ও প্রতিমত আছে, তাদের অনেকের সাথে হয়তো আমাদের দ্বিমতও আছে, তবে সেই দ্বিমতকেও ভদ্রভাবে পেশ করা জরুরী। আমরা যে পরিবর্তন ও ইসলাহের জন্য কাজ করছি, তার জন্য প্রামাণ্যতা, তুলনামূলকতা ও ভদ্রতা রক্ষা করা মৌলিক শর্ত। আমরা— এই ঈদসংকলন বা ফাতেহের সামগ্রিক কাজকর্মে সবশর্ত পরিপূর্ণভাবে নিশ্চিত করতে পারছি, সেটা বলা যাবে না, তবে আমাদের সীমিত সামর্থ্য মোতাবেক বিশ্বাস ও চেষ্টায় খুব বেশী খামতি নেই— এই দাবী আমরা করতে পারি।

এটা ফাতেহের চতুর্থ ঈদ সাময়িকীর সংকলন। এই আয়োজনে অনেকেই নিঃস্বার্থভাবে সাহায্য-সহযোগিতা করেছেন— ফাতেহের কর্মীদের কথা বিশেষভাবে বলতে হবে— তাদের সবার অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন আলোর মুখ দেখছে। অনেকেই ঈদ সাময়িকীর প্রিন্ট সংস্করণ প্রকাশের দাবী জানাচ্ছেন। আমরাও সেই স্বপ্ন দেখি, অবশ্য আমাদের সামর্থ্য ও সক্ষমতা অনেক সীমিত; তবে আমরা বিশ্বাস করি, আমাদের পৃষ্ঠপোষকরা এগিয়ে আসলে ও পাঠকরা আগ্রহ দেখালে আমরা হয়তো খুব শীঘ্রই প্রিন্ট সংস্করণ প্রকাশ করতে পারবো।

ফাতেহ একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমরা আমাদের পৃষ্ঠপোষকদের অনুদান, বিজ্ঞাপনদাতাদের ভালোবাসা, কর্মীদের পরিশ্রম ও পাঠকের আগ্রহে টিকে আছি। শুরু থেকেই নানারকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, এখনো নানাকিছু সামাল দিয়েই আমাদের টিকে থাকতে হচ্ছে। আল্লাহর তাওফিক ও মানুষের ভালোবাসা থাকলে ফাতেহ ইনশাআল্লাহ একদিন অনেক বড় প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে। ফাতেহ যেহেতু একটি সমবায়ী প্রতিষ্ঠান, তাই আমরা আপনাদের সাহায্য ছাড়া টিকে থাকতে পারবো না। সাহায্য নানাভাবেই হতে পারে ; অন্তত দোয়াতেও আপনি শরীক থাকুন ফাতেহের সাথে, আপনাদের ভালোবাসার কাছে আমরা এই দাবী জানাতেই পারি।

আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন!

আগের সংবাদমসজিদে ঈদের নামাজে ১৩ শর্ত
পরবর্তি সংবাদমির্যা গোলাম আহমদ কাদিয়ানির সমকালীন পরিবেশ-পরিস্থিতি