সরকার ৩৩ হাজার পুলিশ-আনসার ঢাকায় এনেছে: জাফরুল্লাহ

ফাতেহ ডেস্ক:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেছেন, ‘সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ৩৩ হাজার সদস্য ঢাকায় এনেছে। সংলাপে না গিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার৷ প্রধানমন্ত্রী ভুল করছেন। সংঘাত থেকে সরে না আসলে তার বিপদ আসবে৷’

শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনার পিতার ভুল থেকে শিক্ষা নিন। আপনি চায়ের ডাক দিয়ে গুলি করছেন, জেলে পুড়ছেন।’

সংবাদ সম্মেলনে আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকিসহ অনেকে উপস্থিত ছিলেন।

আগের সংবাদনতুন পাঠ্যপুস্তকে উপেক্ষিত ইসলামি ঐতিহ্য: শিক্ষকরা বলছেন ‘আত্মঘাতী’
পরবর্তি সংবাদঅতিরিক্ত শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান অ্যামনেস্টির