অক্সফোর্ড ইংরেজি অভিধানে বর্ষসেরা শব্দ ‘ভ্যাক্স’

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছর টিকা তথা ভ্যাকসিন বোঝাতে বহুল ব্যবহৃত ‘ভ্যাক্স’ শব্দটিকে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ (বর্ষসেরা শব্দ) ঘোষণা করেছেন অক্সফোর্ড ইংরেজি অভিধানের গ্রন্থনাকারীরা।

করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে এ বছর বছর ভ্যাক্স শব্দটির ব্যবহার ছিল ব্যাপক। সেই সঙ্গে দুই ডোজ টিকা নেওয়ার ক্ষেত্রে ‘ডাবল-ভ্যাক্সড’, টিকা না নেওয়ার ক্ষেত্রে ‘আনভ্যাক্সড’ ও টিকাবিরোধীদের ক্ষেত্রে ‘অ্যান্টি ভ্যাক্সার’ শব্দগুলো বহুল পরিমাণে ব্যবহৃত হয়।

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির জ্যেষ্ঠ সম্পাদক ফিওনা ম্যাকফারসন বলেন, চলতি বছর ‘ভ্যাক্স’ শব্দটি বেছে নেওয়ার সুস্পষ্ট কারণ রয়েছে। বছরজুড়ে এ শব্দের প্রভাবই সবচেয়ে বেশি ছিল।

তবে ম্যাকফারসন বলেন, ‘ভ্যাক্স শব্দটি নতুন নয়। গত শতকের আশির দশকে এর প্রথম উদ্ভব হয়। তবে আমাদের হিসাবে, চলতি বছরের আগ পর্যন্ত এ শব্দের ব্যবহার খুব একটা হয়নি।’

‘ভ্যাক্স’-এর ক্ষেত্রে ভিএএক্স এবং ভিএএক্সএক্স দুটি বানানই গ্রহণযোগ্য। তবে একটি এক্স সংবলিত বানানটির ব্যবহার বেশি।

সূত্র: বিবিসি।

আগের সংবাদ`সদিচ্ছার অভাবে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম কার্যকর হচ্ছে না’
পরবর্তি সংবাদকার্বন নিঃসরণ শূন্যে আনার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদির