অমিক্রন শনাক্তের কিট আবিষ্কার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার অতি সংক্রমক ধরন অমিক্রন শনাক্তের কিট নিজেরাই তৈরি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

ইরানের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান বারাকাত’র প্রধান কর্মকর্তা সাজ্জাদ মুরাভ্ভাজি আজ (মঙ্গলবার) বার্তাসংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, এই কিটের সাহায্যে মাত্র ১৫ মিনিটে এই ধরনটি শনাক্ত করা সম্ভব।

এই কর্মকর্তা আরও বলেছেন, ইরানি গবেষকেরা এই কিট তৈরি করতে সক্ষম হয়েছেন। এর ফলে গোটা বিশ্বে ইরানিদের সম্মান-মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

বারাকাত কোম্পানি প্রতিদিন প্রায় দুই লাখ কিট তৈরি করার সক্ষমতা রাখে বলে তিনি জানান। সাজ্জাদ মুরাভভাজি আরও বলেছেন, প্রয়োজনে আরও বেশি সংখ্যায় কিট তৈরি করা সম্ভব।

বিশ্বের বিভিন্ন দেশের মতো ইরানেও অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এখনও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি।

 

আগের সংবাদবিধিনিষেধেও চলবে বাণিজ্যমেলা
পরবর্তি সংবাদপ্রবাসী কর্মীদের প্লেন ভাড়া কমানোর সুপারিশ