আশুরায় শরীর রক্তাক্ত করা হারাম: খামেনি

ফাতেহ ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ফতোয়া দিয়েছেন যে, মহররম ও আশুরার শোক পালনের ক্ষেত্রে শরীর রক্তাক্ত করা হারাম। এমনকি এ কাজ গোপনে করতেও নিষেধ করেছেন তিনি। মঙ্গলবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

খামেনি বলেছেন, শোক প্রকাশের নামে এ ধরনের কাজ করা হলেও এটি আসলে শোক প্রকাশ নয়। বরং এর মাধ্যমে শোক প্রকাশের ধ্বংস সাধন করা হয়। শুধু শরীর রক্তাক্ত নয়, সেইসঙ্গে পোশাক খুলে তথা খালি গা হয়ে শোক প্রকাশেরও বিরোধিতা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।

মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা শিয়া সম্প্রদায়ের লোকেরা তাজিয়া বা শোক মিছিল করেন। সেখানে ছুরি, কাঁচি, তরবারি বা এ জাতীয় সরঞ্জাম দিয়ে অনেকে নিজের শরীরকে রক্তাক্ত করেন। যার কোনো ভিত্তি ইসলামের তৎকালীন যুগে পাওয়া যায় না।

রাজধানীর পুরনো ঢাকায় প্রতি বছর আশুরার দিন উপলক্ষে এ রকম শোক মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের লোকেরা। সেখানে অনেকেই শোক প্রকাশের নামে বিভিন্ন সরঞ্জাম দিয়ে রক্ত ঝরান। তবে এবার করোনাভাইরাসের কারণে আরোপিত বিধি-নিষেধের অংশ হিসেবে উন্মুক্ত স্থানে শোক মিছিল করা যাবে না।

ইরনা জানিয়েছে, দেশটির শীর্ষ স্থানীয় অনেক আলেম মনে করেন, আশুরা উপলক্ষে এ ধরনের কর্মকাণ্ডের ফলে শত্রুরা পবিত্র ইসলাম ধর্ম নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানোর সুযোগ নিচ্ছে। সুতরাং শোক প্রকাশের ক্ষেত্রে এসব বাড়াবাড়ি না করার ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে।

আগের সংবাদপরমাণু চুক্তির ক্ষেত্রে নতুন দাবি মানবে না ইরান
পরবর্তি সংবাদ‘ব্যবসায়ী আলেম’ : মুসলিম ইতিহাসে আলেমদের ব্যবসার কথকতা