ইন্দোনেশিয়া উপকূলে পৌঁছেছে ৩০০ রোহিঙ্গা

ফাতেহ ডেস্ক:

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে ভিড়েছে প্রায় ৩শ রোহিঙ্গাবাহী নৌকা। তারা ৬ মাস সাগরে ভেসেছিল বলে ধারণা করছে ইন্দোনেশিয় পুলিশ। বেসরকারি সংস্থা আরাকান প্রোজেক্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্চের শেষ বা এপ্রিলের শুরুতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা।

থাইল্যান্ড এবং মালয়েশিয়া কর্তৃপক্ষ উপকূলে ভেড়ার অনুমতি না দেয়ায় সাগরে ভাসতে থাকে নৌকাটি। রোববার মাঝরাতে উপকূল থেকে কয়েক মাইল দূরে কাঠের নৌকাটি দেখতে পান জেলেরা। এরপর তাদের উদ্ধার করে সোমবার তীরে আনা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ১৮১ জন নারী ও ১৪ জন শিশু। বাকিরা সবাই পুরুষ। তাদের সবাইকে অস্থায়ী একটি ক্যাম্পে রাখা হয়েছে। শারীরিক পরীক্ষার ওপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ। বিশেষ করে রোহিঙ্গারা করোনা আক্রান্ত কি না তা খতিয়ে দেখা হবে। এর মধ্যে ১৩ বছরের এক কিশোরকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে জুনে শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।

আগের সংবাদদগ্ধ একজনের অবস্থার উন্নতি, এখনো আশঙ্কাজনক ৯ জন
পরবর্তি সংবাদমসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত