ইরাক-আফগান থেকে আড়াই হাজার সেনা ফিরিয়ে নিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তান থেকে আড়াই হাজার ও ইরাক থেকে আরো ৫০০ সেনা প্রত্যাহার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, আফগানিস্তান থেকে আগামী জানুয়ারির মধ্যে আরো আড়াই হাজার সেনা ফিরিয়ে আনা হবে। সেখানে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫ হাজার সেনা মোতায়েন রয়েছে। এছাড়া ইরাক থেকেও আরো ৫০০ সেনা প্রত্যাহার করবে ট্রাম্প। ইরাকে বর্তমানে তিন হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, সেনা প্রত্যাহারের কার্যক্রম ১৫ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে ট্রাম্পকে। কারণ এর পরের দিনই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন জো বাইডেন।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বড়দিনের আগেই সকল সেনাকে ফিরিয়ে আনতে চান তিনি।

উল্লেখ্য, ৯/১১-এর জেরে তালেবান উৎখাতে ২০০১ সালে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাতে ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী।

আগের সংবাদ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ইসলামি সংগঠনগুলোর আপত্তি পর্যবেক্ষণ করছি’
পরবর্তি সংবাদফরাসি পণ্য বর্জন ও দূতকে বহিষ্কারের সিদ্ধান্তে সই পাকিস্তানি মন্ত্রীদের