ইয়েমেনে প্রথম মৃত্যু

ফাতেহ ডেস্ক

ভয়ংকর করোনাভাইরাস এবার থাবা বসালো যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে। দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। দেশটির বন্দরনগরী এডেনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

ইয়েমেন সরকার জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত পাঁচ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

বিবিসি বলছে, দীর্ঘ পাঁচ বছর ধরে ইয়েমেনে চলছে যুদ্ধ। এর ফলে দেশটির যাবতীয় অবকাঠামো ভেঙে পড়েছে এবং করোনাভাইরাস ঠেকানোর মতো যথাযথ স্বাস্থ্য ব্যবস্থাও নেই দেশটিতে। এ অবস্থায় করোনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, ইয়েমেনে হাসপাতালের মধ্যে অর্ধেক পুরোপুরি চলমান আছে। তবে সেখানে কলেরা, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। সেক্ষেত্রে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।

দেশটির সরকার পাঁচ জনের সংক্রমণ দাবি করলেও মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, দেশটিতে এ পর্যন্ত ছয় জন করোনায় আক্রান্ত হয়েছেন। দুই জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন এক জন।

-এ

আগের সংবাদবিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের বাদ্যযন্ত্র: ট্রাম্প
পরবর্তি সংবাদআকাবিরদের রমজান : খলীল আহমদ সাহারানপুরী