এবার কোয়ারেন্টাইনে ইসরাইলী সেনাপ্রধান !

আন্তর্জাতিক ডেস্ক

দখলদার ইসরাইলী সেনাপ্রধান আফীফকে কোয়ারেন্টাইনে রাখার খবর নিশ্চিত করেছে ইসরাইলী গণমাধ্যম হারতেজ।

ইসরাইলী সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দশদিন আগে সেনাপ্রধান দক্ষিন ফ্রন্টের কয়েকজন সেনা কমান্ডারের সাথে মিটিং করেন। তাদের একজনের করোনাতে আক্রান্ত হওয়ার পরই সেনাপ্রধানসহ দুই জেনারেলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুসারে দখলদার সেনাপ্রধান তার অফিসেই থাকবেন। এবং স্বাভাবিকভাবে সকল কার্যক্রম পরিচালনা করবেন।

বিবৃতিতে আরো বলা হয়, সেনাপ্রধান ভালো আছেন। শরীরে কোন সিম্পটম নেই।

উল্লেখ্য, ৪৮৩১ জন ইসরাইলী করোনাতে আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে ৮৩ জন মারা গেছে। এবং ১৬১ জন সুস্থ লাভ করেছে।

আগের সংবাদমার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানে ইউরোপীয় চিকিৎসা সরঞ্জাম
পরবর্তি সংবাদকরোনাভাইরাস : অনলাইনে বিবাহ নিবন্ধনের অনুমোদন ইন্দোনেশিয়ায়