এ পর্যন্ত টিকা নিয়েছেন ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জন

ফাতেহ ডেস্ক:

দিনে দিনে করোনা ভ্যাকসিন নিয়ে সংশয় কাটছে মানুষের। প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে টিকা নেয়া মানুষের সংখ্যা। আজ টিকা নিয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৩শ’ ৭১ জন।

আর এ পর্যন্ত টিকা নিয়েছেন ৭ লাখ ৩৬ হাজার ৬শ’ ৮০ জন। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরাও বলছেন, টিকা নিতে প্রথমদিকে ভিড় কম ছিল, এখন দিনে দিনে সেই সংখ্যা বাড়ছে। এদিকে, স্বাস্থ্যসচিব বলেছেন, প্রবীণদের জন্য স্পট রেজিস্ট্রেশনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। করোনার টিকা দানের ষষ্ঠ দিনের চিত্র এটি। নিবন্ধন কারিরা মোবাইলে ম্যাসেজ না পেলেও করোনার টিকা দিতে পারতেন। ষষ্ঠদিন শনিবার সেটি সম্ভব হচ্ছেনা।

হাসপাতালের পরিচালক জানান, টিকা গ্রহীতার সংখ্যা বাড়ার কারণে ম্যাসেজ ছাড়া টিকা দেয়া সম্ভব হচ্ছে না। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. ফারুক আহমেদ বলেন,’আমরা অফিস থেকে ১২শ; এসএমএস পেয়েছি। এর বাইরে যদি আসে, এ জন্য আমরা বলেছি, যারা এসএমএস পেয়েছেন তাদের আমরা অবশ্যই দিবো। তারপর যদি সময় থাকে তবে অন্যদেরকেও দিব।’

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গিয়েও দেখা গেল টিকা নেয়া মানুষের ভীড়। নিটোর ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আক্তারুজ্জামান জানান,’রেজিষ্ট্রেশনের সংখ্যা প্রতিদিন বাড়ছে। একটা স্বতস্ফুর্ত পরিবেশ দেখা যাচ্ছে।’

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা দান কর্মসূচী পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব জানান, বয়স্কদের ন্পট রেজিস্ট্রেশনের বিষয়ে ভাবা হচ্ছে। স্বাস্থ্যসচিব আবদুল মান্নান বলেন,’৮০ বছরের উর্দ্ধে, একেবারেই রেজিস্ট্রেশন করতে পারছে না। তাদের জন্য স্পটে আমরা কিছু করতে পারি কিনা সেটা দেখছি।’

শনিবার সকাল পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা ১৪লাখ ৩৪ হাজার ৮১৩ জন।

আগের সংবাদদ্বিতীয় দফায় অভিশংসন থেকে বাঁচলেন ট্রাম্প
পরবর্তি সংবাদমসজিদে বোমা হামলায় তালেবানের ৩০ সদস্য নিহত