কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি

ফাতেহ ডেস্ক:

১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই সময় চলবে গণপরিবহন, খুলবে দোকান-শপিংমলও।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

আগের সংবাদমন্দিরের ৫ কিমির মধ্যে গোমাংস বিক্রি নিষিদ্ধের বিল আসামে
পরবর্তি সংবাদরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দের বৈঠক