করোনার চিকিৎসাসামগ্রী নিয়ে ভারতে তুর্কি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়াল তুরস্ক। করোনা প্রতিরোধে জরুরি চিকিৎসাসামগ্রী নিয়ে রাজধানী দিল্লিতে মঙ্গলবার অবতরণ করেছে তুর্কি সেনাবাহিনীর একটি বিমান।

জরুরি চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে— ৫০ হাজার বাক্স ওষুধ, ৫০টি ভেনটিলেটর, ৫টি অক্সিজেন তৈরির মেশিন ও ৬৩০টি অক্সিজেন টিউব। খবর আনাদোলুর।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এক টুইটবার্তায় এ কথা নিশ্চিত করেছেন। তুর্কি রেড ক্রিসেন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতে ওই জরুরি ওষুধ ও করোনা প্রতিরোধ সরঞ্জাম পাঠিয়েছে।

ওষুধের বাক্সে মোড়ানো ছিল বিখ্যাত পার্সি কবি জালালউদ্দিন রুমির বিখ্যাত উক্তি ‘অন্ধকারের পর সেভাবে সূর্যালোক আসে, হতাশার পরই আসে আশার আলো’।

এতে আরও লেখা ছিল— ভারতের মানুষদের জন্য তুরস্কের ভালোবাসা।

তুর্কি রেড ক্রিসেন্টের প্রধান ইব্রাহীম আলতার বলেছেন, প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের নির্দেশে এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে ভারতে এ জরুরি সহায়তা পাঠানো হয়।

আগের সংবাদকোনো বাংলাদেশি ইজরাইলে গেলে শাস্তি দেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদজেরুজালেমে মার্কিন কনস্যুলেট পুনরায় খুলতে ওয়াশিংটনের পরিকল্পনা