করোনার মধ্যেই আফগানিস্তানে গুলি-বোমায় নিহত ২৫

ফাতেহ ডেস্ক

করোনা নিয়ে যখন গোট বিশ্ব আতঙ্কে এরই মধ্যে আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুক হামলায় ২৫ শিখ নিহত হয়েছেন।

আজ বুধবার (২৫ মার্চ) এ হামলার পর টুইটারে তালেবানের একজন মুখপাত্র কাবুলের ওই হামলার দায় অস্বীকার করেছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেছেন এবং তারা সব হামলাকারীকে হত্যা করেছেন। তবে ওই হামলায় ঠিক কতজন অংশ নিয়েছিল সে ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেননি ওই কর্মকর্তা।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ধর্মীয় ওই স্থাপনায় হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত ৮ জন। এছাড়া ওই ভবন থেকে আরও ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। সূত্র: রয়টার্স।

-এ

আগের সংবাদকোয়ারেন্টাইনে থাকবেন খালেদা জিয়া
পরবর্তি সংবাদদক্ষিণ এশিয়ায় করোনা আক্রান্তের শীর্ষে পাকিস্তান