করোনায় মৃত্যু ৩৭ হাজার ৮২০, আক্রান্ত পৌনে ৮ লাখ

ফাতেহ ডেস্ক

সর্বোচ্চ গতিতে ছড়িয়ে পড়ছে নভেল করোনাভাইরাস। ঢুকে পড়েছে ২০০টি দেশে। এই মহামারিতে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটা) আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৭৮০ জন। মৃত্যুবরণ করেছেন ৩৭ হাজার ৮২০ জন। আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে যুক্তরাষ্ট্র এবং সর্বোচ্চ মৃতের সংখ্যা ইতালিতে।

আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫ লাখ ৮২ হাজার ৩৬০ জন। বাকি ১ লাখ ৬৫ হাজার ৬০৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। সংকটাপন্ন আছেন ২৯ হাজার ৪৮৮ জন। স্থিতিশীল অবস্থায় আছেন ৫ লাখ ৫২ হাজার ৮৬৭ জন।

যুক্তরাষ্ট্রে হঠাৎ করেই যেন বিস্ফোরণ ঘটিয়েছে করোনাভাইরাস। ৭২ ঘণ্টা আগেও দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল লাখের নিচে। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৫৫ জনে। মৃত্যুর দিক থেকে একই অবস্থা ইতালির, এখন পর্যন্ত ১১ হাজার ৬০০ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন।

এই মারণ ব্যাধির উৎপত্তি চীনে হলেও দেশটি এখন তুলনামূলকভাবে অনেক ভালো আছে। নতুন আক্রান্ত, মৃতের সংখ্যা নেই বললেই চলে। উল্টো দিকে ইতালির মতো খারাপ অবস্থা স্পেনের। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, যুক্তরাষ্ট্রের অবস্থাও যাচ্ছেতাই।

-এ

আগের সংবাদনববর্ষের অনুষ্ঠান বাতিলের নির্দেশ
পরবর্তি সংবাদগাজীপুরে দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার