করোনা: কাতারের ‘ব্যতিক্রমী লাল তালিকা’য় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশসহ ৯ দেশকে ‘ব্যতিক্রমী লাল তালিকা’য় অন্তর্ভুক্ত করেছে মধ্যপ্রাচ্যে তেলসমৃদ্ধ উন্নত রাষ্ট্র কাতার। ফলে দেশটিতে আসা-যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি যাত্রীদের অধিকতর কড়াকড়ির মুখোমুখি হতে হবে।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তালিকায় বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, মিসর, নেপাল, বতসোয়ানা, লেসেথো, নামিবিয়া ও জিম্বাবুয়ে। বিবিসি বলছে, বিশ্বের নানা দেশের অবস্থা পর্যালোচনা করে সেসব দেশে করোনাভাইরাসে ঝুঁকি কতটা, এর ভিত্তিতে লাল ও সবুজ নামে দুটি তালিকা ছিল কাতারের।

এখন এর বাইরে মাঝামাঝি অবস্থায় থাকা দেশগুলো নিয়ে একটি ‘ব্যতিক্রমী লাল তালিকা’ করেছে দেশটি। মূলত এসব দেশের যাত্রীদের ক্ষেত্রে নতুন ভ্রমণবিধি কার্যকর করবে কাতার। আর নতুন বিধি আগামীকাল (শনিবার) থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

 

আগের সংবাদকাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভ কেন?
পরবর্তি সংবাদতুরস্কের স্বরাষ্ট্র্রমন্ত্রী আগামীকাল ঢাকা আসছেন