করোনা পরীক্ষায় ১১ ল্যাব প্রস্তুত

ফাতেহ ডেস্ক

দেশে গেল ৪৮ ঘণ্টায় কারো দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করেছে সংস্থাটি।

আজ রোববার (২৯ মার্চ) দুপুরে অনলাইনে নিয়মিত ব্রিফিং-এ সংস্থার পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। মন্ত্রী বলেন, করোনা শনাক্তের পরীক্ষার জন্য ১১টি ল্যাব নিয়ে প্রস্তুত সরকার। হাতে রয়েছে পর্যাপ্ত ভেন্টিলেটরও।

দেশের করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি জানাতে রোববার দুপুরে অনলাইনে নিয়মিত প্রেস ব্রিফ করে আইইডিসিআর। সংস্থার পরিচালক জানান, নতুন করে সংগ্রহ করা ১০৯টি নমুনায় কারো মাঝেই পাওয়া যায়নি কভিড ১৯ এর অস্তিত্ব।

এরপর পরই অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষার পরিসর। চিকিৎসকদের পিপিই নিয়ে শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ লাখ পিপিই বিতরণ করা হয়েছে। সেইসঙ্গে প্রস্তুত আছে ৫শ’ ভেন্টিলেটর।

-এ

আগের সংবাদলকডাউনের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প
পরবর্তি সংবাদমসজিদ চালু রাখতে হবে: ইফার বৈঠকে আলেমদের সিদ্ধান্ত