করোনা ভাইরাস : বায়তুল মুকাদ্দাসে মুসল্লিদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার ফজর থেকে বায়তুল মুকাদ্দাসে মুসল্লিদের উপস্থিতির ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারী করেছে বায়তুল মুকাদ্দাসের তত্ত্বাবধায়নকারী ওয়াকফ কর্তৃপক্ষ। খবর, আলজাজিরা।

বায়তুল মুকাদ্দাসের তত্ত্বাবধায়নকারী জর্দানের ধর্ম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ধর্মীয় ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শক্রমে অস্থায়ীভাবে সোমবার ফজরের নামাজ থেকে বায়তুল মুকাদ্দাসে মুসল্লিদের প্রবেশ স্থগিত করা হয়েছে।

কুদসের ইসলামী স্থানগুলোর ধর্মীয় তত্ত্বাবধায়ক ওয়াকফ পরিষদ আরও জানায়, সকল ওয়াক্তে বায়তুল মুকাদ্দাসে নামাজের আজান  চলতে থাকবে। পাশাপাশি কর্মচারী, কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরীদের প্রবেশেরও অনুমতি থাকবে।

দখলদার ইজরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশে ১২৩৮ জন করোনাতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৪ জনের অবস্থা আশংকাজনক।

উল্লেখ্য ইতিপূর্বে মুসলমানদের দুই পবিত্র স্থান মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববী বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।

আগের সংবাদ২৬ মার্চ থেকে সকল অফিস ১০ দিন বন্ধ
পরবর্তি সংবাদকরোনা মহামারী : মসজিদের কার্যক্রম বিষয়ে দেওবন্দের বিশেষ নির্দেশনা