করোনা সংকটে চীনা মাস্ক ব্যবসায়ীর ১.৯ বিলিয়ন ডলার মুনাফা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বব্যাপী ভয়ংকর রুপ ধারণ করা করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিভিন্ন দেশের সরকার মাস্কের জন্য বিভিন্ন কোম্পানীর দ্বারস্থ হচ্ছে। এই সুযোগে চীনা মাস্ক ব্যবসায়ী ইউ জিয়াওমিং মাত্র ছয় সপ্তাহের মধ্যে মাস্ক বিক্রি করে ১.৯ বিলিয়ন ডলার মুনাফা করেছেন।

ফিনান্সিয়াল টাইমসের সূত্রে আরাবী21 ২৮ মার্চ তাদের এক প্রতিবেদনে জানায়, চীনের ডন পলিমারের মালিক ইউ জিয়াওমিং জানুয়ারী মাস থেকে মাত্র ছয় সপ্তাহের মধ্যে ১.৯ বিলিয়ন ডলার মুনাফা করেছে।

ব্যবসায়ী এক সাক্ষাতকারে বলেন, গত ১৭ বছর ধরে আমাদের কোম্পানি বিভিন্ন ধরণের মাস্ক তৈরীর ক্ষেত্রে বেশ অভিজ্ঞতা অর্জন করেছে। চীনে মাস্ক তৈরীর প্রধান একটি কোম্পানি হিসেবে আমরা প্রতিষ্ঠা লাভ করেছি।

চীনে বর্তমানে ছোট-বড় বিভিন্ন কোম্পানি মাস্ক তৈরীর কাজে মনোযোগ দিয়েছে। এটি উন্নত মানের মাস্ক তৈরীর ক্ষেত্রে বেশ ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানান ব্যবসায়ী ইউ জিয়াওমিং।

আগের সংবাদবিলাসবহুল হোটেলে ২০ উপপত্নী নিয়ে থাই রাজার স্বেচ্ছা আইসোলেশন
পরবর্তি সংবাদকরোনা পরিস্থিতি বুঝে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত!