‘কারিগরি শিক্ষা বিস্তার না হলে উন্নয়ন বজায় রাখা যাবে না’

ফাতেহ ডেস্ক:

কারিগরি শিক্ষা বিস্তারের ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে উন্নয়নের ধারা বজায় রাখা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং খাতে বিভিন্ন সীমাবদ্ধতার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, এই বিষয়ে সরকার পর্যালোচনা করে ব্যবস্থা নেবে। করোনা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা চিকিৎসা নিয়ে প্রথমে সমস্যা থাকলেও পরে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে বাংলাদেশ তা থেকে উঠে এসেছে।

আগের সংবাদজাতিসংঘের শান্তি মিশনে শান্তিরক্ষী পাঠিয়ে ফের প্রথম স্থানে বাংলাদেশ
পরবর্তি সংবাদভ্যাকসিন স্থগিতের ঘটনা সতর্কবার্তা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা