কোনো ধর্মকেই খাটো করে দেখার নয়:ধর্ম প্রতিমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

‘কোনো ধর্মকেই খাটো করে দেখার নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে করোনা মহামারিতেও দেশব্যাপী চলমান উন্নয়ন কর্মগুলো থেমে নেই। অথচ অপশক্তিগুলো সরকারের বিরুদ্ধে অপপ্রচার করেই চলছে। সরকারের কোনো ভালো কর্মগুলো তাদের মুখে উচ্চারিত হয় না।’

ময়মনসিংহের ভালুকায় আন্তঃধর্মীয় সংলাপে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। মঙ্গলবার রাতে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে ওই আন্তঃধর্মীয় সংলাপটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ও শিল্পবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ইসলামী ফাউন্ডেশন ময়মনসিংহের পরিচালক নাজমুল হক, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রোস্তম আলী বিএসসি, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুর রশিদ মাস্টার, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার প্রমুখ।
ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই আন্তঃধর্মীয় সংলাপের বিভিন্ন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। ধর্ম প্রতিমন্ত্রী এর আগে ভালুকার একটি চার্চ, মন্দির ও উপজেলা সদরে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন করেন।

আগের সংবাদইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার শুরু
পরবর্তি সংবাদইতিহাসবিদ সৈয়দ আব্দুল্লাহ আর নেই