গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১৮১, মৃত্যু ৩০

ফাতেহ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৫০৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১১৮১ জন। মোট শনাক্ত ৫ লাখ ১১ হাজার ২৬১ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৫ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১৬৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২০টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৫৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ৩১ লাখ ৯৯ হাজার ১১৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ১০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৯১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

আগের সংবাদকৃষকদের দাবি মানা না হলে অনশন করবেন আন্না হাজারে
পরবর্তি সংবাদনির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে না ২০২১ সালের বিশ্ব ইজতেমা