গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৩৮৫

ফাতেহ ডেস্ক:

দেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে এলেও থামছে না মৃত্যু। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪০৮ জনে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৮১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯৬ হাজার ৯২৪ জন।

এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৮৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৬ হাজার ৩১৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্য থেকে ১৩ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার দুই দশমিক ৮৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ চার জন এবং নারী দুইজন। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৪০৮ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৩৫৯ জন বাকি দুই হাজার ৪৯ জন নারী।

আগের সংবাদমাওলানা জসিমের উপর হামলার তদন্ত থামলে আন্দোলনে যাবে হেফাজত
পরবর্তি সংবাদমসজিদুল আকসা নিয়ে ভিডিও গেম বানাল ফিলিস্তিন