চার মাস পর ইরাকের ঐতিহাসিক কুফা মসজিদে নামাজ

ফাতেহ ডেস্ক:

ঐতিহাসিক কুফা মসজিদ টানা চার মাস বন্ধ থাকার পর মুসল্লিদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলে জুমার নামাজ আদায়ের মাধ্যমে এই মসজিদের ধর্মীয় কার্যক্রম আবারও চালু করা হয়েছে।

ইরাকে করোনার প্রাদুর্ভাবের ফলে কুফা মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। চার মাস অতিবাহিত হওয়ার পরে মসজিদটি শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রোটোকলগুলি মেনে চলে মুসল্লিরা ঐতিহাসিক কুফা মসজিদে প্রবেশ করছেন। মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এছাড়াও তারা সকলেই মাস্ক ব্যবহার ও মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখছে।

বুধবার ইরাকের সদর আন্দোলনের নেতা মুকতাদা আল-সদর এক বিবৃতিতে জুমা নামাজ আদায়ের জন্য ১৫টি শর্ত উল্লেখ করেছিলেন। ঠিক এর দু’দিন পরই কুফা মসজিদে জুমার নামাজ আদায় করা হয়।

আগের সংবাদআফগানিস্তানে ইসলামী শাসন চায় তালেবানরা
পরবর্তি সংবাদকাল মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শিথিল করছে সৌদি