জিনগত কারণে ‘মৃত্যুঝুঁকি’তে দক্ষিণ এশীয়রা: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ এশিয়ার ৬০ শতাংশ এবং ইউরোপীয় অঞ্চলের ১৫ শতাংশ মানুষ মানবদেহে একটি বিশেষ ‘জিন’ বহন করছে। এটি ‘ফুসফুসকে অকার্যকর’ করা এবং করোনাভাইরাসে ‘মৃত্যুঝুঁকি’ দ্বিগুণ বাড়িয়ে দেয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

‘দ্য নেচার জেনেটিকস’র এই গবেষণায় বিজ্ঞানীরা জানান, মানবদেহের যারা এই জিনটি বহন করছে, টিকা গ্রহণের মাধ্যমে এই ঝুঁকি কমানো যেতে পারে।

গবেষকরা জিন সংক্রান্ত আগের গবেষণা পর্যালোচনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তির মাধ্যমে এই জিনটিকে চিহ্নিত করেছেন। এর নাম দেওয়া হয়েছে ‘এলজেডটিএফএর১।’

সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া

 

আগের সংবাদপশ্চিম তীরে মসজিদ গুড়িয়ে দিলো ইজরাইল
পরবর্তি সংবাদভোগান্তির শেষ নেই