টিকা কিনতে স্বল্পোন্নত মুসলিম দেশগুলোর জন্য ২০ মিলিয়ন রিয়াল দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরব করোনাভাইরাস মহামারী মোকাবেলায় স্বল্পোন্নত মুসলিম দেশগুলোর জন্য ২০ মিলিয়ন রিয়াল (প্রায় ৫.৩ মিলিয়ন ডলার) অনুদান দিয়েছে বলে জানিয়েছেদ অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। সোমবার এ তথ্য জানায় সংস্থাটি।

ওআইসির মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওথাইমিন বলেন, দানগুলো বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র (কেএসরিলিফ) -এ পাঠানো হবে।

আগের সংবাদপ্রতিনিধিদল নিয়ে সৌদিতে ধর্ম প্রতিমন্ত্রী, হজ ও ওমরাহ বিষয়ক বৈঠক
পরবর্তি সংবাদসাফল্য অর্জনের সাতটি ধাপ