দিনাজপুরে দেয়ালচাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

দিনাজপুরের পার্বতীপুরে মাটির ঘরের দেয়াল চাপায় দুই ছেলে সন্তানসহ এক দম্পতির মৃত্যু হয়েছে। উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে রবিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- স্বপন মিয়া (৩৫), তার স্ত্রী মারজানা (৩০), তাদের দুই ছেলে হোসাইন মিয়া (৯) ও হাসিবুল ইসলাম (৬)।

স্বপনের মামা শাহিনুর আলম বলেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ঘরের দেয়াল ভিজে যায়। আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন স্বপনের ঘরের মাটির দেয়াল ভেঙে ভেতরে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।

আগের সংবাদধর্ষণের বিচার না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
পরবর্তি সংবাদসীমান্তে দুই দেশের একটি মসজিদ!