পাকিস্তানে মসজিদে প্রশাসনিক বিধিনিষেধে মাও.ফজলুল রহমানের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের প্রেক্ষিতে পাকিস্তানে মসজিদের জামাত নিয়ন্ত্রণে প্রশাসনিক সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাও.ফজলুর রহমান।

আজ ২৮ মার্চ ডনকে দেয়া সাক্ষাতকারে বিদ্যমান পরিস্থিতিতে মাও. ফজলুর রহমান বলেন, বর্তমানে লোকজন বাড়ীতে তাদের পরিবারের সাথে জামাতে নামাজ আদায় করতে পারে।

পাকিস্তানের এই প্রবীণ রাজনীতিবিদ ও আলেম বলেন,  সকল ধারার ধর্মীয় ব্যক্তিবর্গ এ বিষয়ে একমত যে, শুধু ইমাম-মুয়াজ্জিন ও সংশ্লিষ্ট ব্যক্তিরাই বর্তমানে মসজিদের জামাতে অংশগ্রহণ করবেন।

জমিয়ত নেতা বলেন, যেহেতু চিকিৎসা বিশেষজ্ঞ ও প্রশাসন জনসাধারণকে আরো  সতর্ক হতে এবং অসুস্থ ব্যক্তিদের সাথে সংস্পর্শের বিষয়ে সতর্ক করছেন, তাই সকলের উচিত তাদের নির্দেশনা মেনে চলা।

পাকিস্তানে সরকার-ঘোষিত লকডাউনের পর থেকে মাও. ফজলুর রহমান সাহেব তাঁর বাসায় অবস্থান করছেন। এবং নিজ দলের সকল কর্মকান্ড পাঁচ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

আগের সংবাদপাকিস্তানে লকডাউন অমান্যের অভিযোগে ৩৮ ইমাম গ্রেপ্তার
পরবর্তি সংবাদবিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো