প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতে শোকের ছায়া

ফাতেহ ডেস্ক:

উপমহাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে দেশটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় প্রণব মুখার্জির। বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ায় অস্ত্রোপচার হয় তার। এর মধ্যে তার দেহে করোনা সংক্রমণ দেখা দেয়। অস্ত্রোপচারের পরে কোমায় চলে গেলে শারীরিক অবস্থার আরও অবনতি হয় প্রণব মুখার্জির।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ রাজনৈতিক ব্যক্তিত্বরা।

আনন্দবাজার পত্রিকা জানায়, শোক প্রকাশ করে এদিন একাধিক টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার একটিতে তিনি লিখেছেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে আঘাত পেলাম। তার মৃত্যু একটি যুগের সমাপ্তি। আমি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের পরিবার, বন্ধু এবং সকল দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাই।’

টুইটারে প্রণবের সঙ্গে তার একাধিক ছবিও শেয়ার করেছেন কোবিন্দ।

প্রণবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরপর টুইটে প্রণবের প্রতি শ্রদ্ধা জানান তিনি। একটি টুইটে মোদি লিখেছেন, ‘ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছে ভারত। আমাদের দেশের উন্নয়নের গতিপ্রকৃতিতে একটি অলঙ্ঘনীয় চিহ্ন রেখে গেছেন তিনি। একজন অসাধারণ পণ্ডিত, এক গৌরবময় রাষ্ট্রনায়ক হিসেবে রাজনীতি তথা সমাজের সমস্ত স্তরে উচ্চ প্রশংসিত ছিলেন প্রণব মুখোপাধ্যায়।’

অন্য একটি টুইটে মোদি লিখেছেন, ‘রাষ্ট্রপতি ভবনকে আমজনতার জন্য আরও বেশি ধরাছোঁয়ার মধ্যে এনে দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতির বাসভবনকে শিক্ষা, উদ্ভাবন, সংস্কৃতি, বিজ্ঞান এবং সাহিত্যের কেন্দ্র করে তুলেছিলেন তিনি। রাজনীতির মূল নীতিগত বিষয়গুলি নিয়ে তার বিদগ্ধ পরামর্শ কখনই ভুলব না।’

ভারতীয় রাজনীতিতে যে ক’জন বাঙালির ছাপ রেখে গিয়েছেন প্রণব মুখার্জি ছিলেন তার অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন দেশটির প্রথম বাঙালি প্রেসিডেন্ট। এ দিন তার মৃত্যুসংবাদ শোনামাত্র শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে লিখতে হচ্ছে। ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল। দশকে পর দশক আমার কাছে পিতৃসম ছিলেন তিনি।’

তৃণমূল নেত্রী আরও বলেন, ‘প্রথমবার সাংসদ হিসেবে জেতার পর আমার সিনিয়র ক্যাবিনেট সহকর্মী থেকে মুখ্যমন্ত্রী থাকাকালীন তার রাষ্ট্রপতি হয়ে ওঠা- কত স্মৃতি ভেসে আসছে। দিল্লিতে যাব, অথচ প্রণবদার সঙ্গে দেখা করব না, এটা যেন ভাবতেই পারতাম না। রাজনীতি থেকে অর্থনীতি, সব বিষয়েই তার অবাধ জ্ঞান ছিল। তার কাছে সদা কৃতজ্ঞ থাকব। তাকে খুব মিস করব। অভিজিৎ এবং শর্মিষ্ঠার (প্রণবের ছেলেমেয়ে) প্রতি আমার সমবেদনা জানাই।’

প্রণব মুখার্জির মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এক টুইটে তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে দেশ আজ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুসংবাদ শুনল। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমিও তাকে শ্রদ্ধা জানাই। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’

আগের সংবাদপুলিশের ঊর্ধ্বতন সাতটি পদে রদবদল
পরবর্তি সংবাদঅপরিবর্তিত থাকছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম ও পদবি