ফেসবুকে কবিতায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

ফাতেহ ডেস্ক

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ফেসবুকের এক কবিতায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে থানায় অভিযোগ করেছেন এক ব্যক্তি।

যদিও অভিযুক্তের দাবি, তার ফেসবুক হ্যাক হয়েছিল। এছাড়াও এ ঘটনায় সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মহিলা সংস্থার সামনে এক মানববন্ধন করেছে স্থানীয়রা। এসময় কবিতা লেখক মনি রানী কর্মকারের কুশপুতুল দাহ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহিলা সংস্থার চেয়ারম্যান মনি রানী কর্মকার কর্তৃক ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানিমুলক কবিতা লেখার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও কুশপুতুল দাহ করা হয়।

মানববন্ধনকারীরা জানান, তারা করোনা ভাইরাস সংক্রান্ত নিরাপত্তা দূরত্ব বজায় রেখেই এই প্রতিবাদ করেন। এ বিষয়ে উপজেলার গিরিয়াসা গ্রামের আশরাফুল আলম মিন্টুর ছেলে মো. শেখ ফরিদ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, অভিযোগটি পেয়েছি। মানববন্ধনের কথাও শুনেছি। মনি রানীর দাবি, তার আইডিটি হ্যাক হয়েছিল। এ ব্যাপারে আমরা তদন্ত করছি।

-এ

আগের সংবাদদেশে করোনায় ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৭
পরবর্তি সংবাদরেস্তোরাঁয় ইফতারি বিক্রির সিদ্ধান্তের বিষয়ে জানেন না স্বাস্থ্যমন্ত্রী