ফ্রান্সের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই

ফাতেহ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৈঠকে অবকাঠামো, স্যাটেলাইটসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুটি সমঝোতা স্মারক সই করেছে ঢাকা ও প্যারিস।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়৷

সমঝোতা স্মারক দুটি হলো-

১. বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ফ্রান্সের ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সির (এফডিএ) মধ্যে ‘ইমপ্রুভিং আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম’ বিষয়ে একটি ক্রেডিট–সুবিধা চুক্তি৷

২. বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এসএএসের মধ্যে বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম–সম্পর্কিত সহযোগিতার বিষয়ে লেটার অব ইনটেন্ট (এলওআই)৷

সোমবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দুই রাষ্ট্রপ্রধান৷ ভাষা, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ে দুই দেশ তাদের পুরনো সম্পর্ক আরও জোরদার করবে বলে জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী৷

সংবাদ সম্মেলনে ভূরাজনৈতিক গুরুত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার কৌশলগত অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানানো হয়৷ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বিস্তার রোধে ম্যাক্রোঁ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ‘নতুন সাম্রাজ্যবাদের মুখোমুখি একটি অঞ্চলে গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনের ভিত্তিতে আমরা একটি তৃতীয় পথের প্রস্তাব দিতে চাই, যেখানে আমাদের সহযোগীদের হয়রানি করার বা একটি অস্থিতিশীল পরিকল্পনার দিকে নিয়ে যাওয়ার কোনও উদ্দেশ্য নেই৷’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাক্রোঁকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমরা আপনাকে আন্তর্জাতিক রাজনীতিতে সতেজ বাতাসের নিঃশ্বাস বলে মনে করি৷’

তিনি বলেন, ‘ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ফ্রান্স বাংলাদেশের নীতি প্রণয়নে সার্বভৌমত্বকে সম্মান ও সমর্থন জানিয়ে বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে এই নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা উভয়ই আশাবাদী৷’

মার্কিন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং থেকে বেরিয়ে ফরাসি কোম্পানি এয়ারবাসের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ৷ চুক্তি অনুসারে প্রশস্ত বডির ১০টি ‘এ-৩৫০’ উড়োজাহাজ কেনার কথা রয়েছে বাংলাদেশ বিমানের জন্য৷

শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মাক্রোঁ বলেন, ‘ইউরোপিয়ান এয়ারোস্পেস প্রতিষ্ঠানের ওপর ভরসা করায় আপনাকে ধন্যবাদ এবং এই ১০টি ‘এ-৩৫০’ এর প্রতিশ্রুতিটিও বেশ তাৎপর্যপূর্ণ৷’

আগের সংবাদসৌদির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশিরা: সৌদি যুবরাজ
পরবর্তি সংবাদসাইবার নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করলে অপরাধ হিসেবে গণ্য হবে