বাংলাদেশসহ চার দেশের নাগরিকদের আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশসহ চার দেশের নাগরিকদের প্রবেশ স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। বাকি তিন দেশ হলো- পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

সোমবার দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা আরোপ করে। আগামী ১২ মে থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে। তবে কত দিনের জন্য এই নিষেধাজ্ঞা তা জানানো হয়নি।

এর এক মাস আগে ভারত থেকে ভ্রমণ বন্ধ করে আরব আমিরাত।

সূত্র: খালিজ টাইমস

আগের সংবাদদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৮, শনাক্ত ১৫১৪
পরবর্তি সংবাদপশ্চিমবঙ্গ নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী