বাইকে দু’জন উঠলেই জরিমানা করছে পুলিশ

ফাতেহ ডেস্ক:

বাইকে দুইজনকে পেলেই জরিমানা করছেন পুলিশ। কারণ হিসেবে পুলিশ বলছেন, সরকার নির্দেশিত প্রজ্ঞাপন বাস্তবায়নেই কঠোর অবস্থানে রয়েছেন তারা। আইন অমান্যের অভিযোগে জরিমানা ও মামলা দেয়া হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি ৩২ নম্বরসহ রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে সড়কে চলাচলকারী মোটরসাইকেলের ওপর ট্রাফিক পুলিশের কঠোর নজরদারি করছেন পুলিশ।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জারি করা নির্দেশনায় রাইড শেয়ারিং কার্যক্রম সীমিত সময়ের জন্য স্থগিত রেখেছে উবার, পাঠাও, সহজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এরইমধ্যে অ্যাপস সেবা বন্ধ করে দিয়েছে তারা।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন না করার অনুরোধ জানানো হয়েছে।

আগের সংবাদফিলিস্তিনের কৃষি জমি দখল করে রাস্তা নির্মাণ করবে ইজরাইল
পরবর্তি সংবাদমানচিত্রে জম্মু-কাশ্মির এবং লাদাখ পৃথক রাষ্ট্র, আটক টুইটার প্রধান