‘মাস্ক নেই, বই বিক্রি নেই’

A woman sits with a child amid the temporary shelters set up for displaced Rohingya refugees days after a fire at a refugee camp in Ukhia, in the southeastern Cox's Bazar district on March 24, 2021 in which fifteen people died and 400 residents were missing (Photo by Munir Uz zaman / AFP)

ফাতেহ ডেস্ক:

বইমেলায় অংশগ্রহণকারী প্রতিটি প্রকাশনীর অভ্যন্তরে ‘মাস্ক নেই, বই বিক্রি নেই’ এই শ্লোগান লিখে রাখার আহবান জানিয়েছে বাংলা একাডেমি কর্র্তৃপক্ষ।

বুধবার বিকেল ৫ টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সেমিনার কক্ষে চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’ বিষয়ে এক পর্যালোচনা সভায় এ আহবান জানানো হয়। অমর একুশে বইমেলার ৭ম দিনে আজ নতুন বই এসেছে ১৯৪টি।

প্রতিদিনকার মতো আজ বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : মুক্তিযুদ্ধে সংবাদ সাময়িকপত্র শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন জাফর ওয়াজেদ। আলোচনায় অংশগ্রহণ করেন মোহাম্মদ সেলিম এবং কুতুব আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ।

আগের সংবাদফেসবুক লাইভে আত্মহত্যা করতে যাচ্ছিলেন কাউন্সিলর প্রার্থী আ.লীগ নেতা
পরবর্তি সংবাদপ্রিজন ভ্যান থেকে যা বললেন রফিকুল ইসলাম মাদানি