মিশরে মাত্র ১টি মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে

ফাতেহ ডেস্ক:

মিশরের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার নামাজও শুধুমাত্র একটি বড় মসজিদে অনুষ্ঠিত হবে।

মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি রবিবার ঘোষণা করেছেন, এবারের ঈদুল আজহার নামাজ ঈদুল ফিতরের নামাজে নির্ধারিত বিধি অনুসারে অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি আরও বলেন, এ বছর ঈদুল আজহার নামাজ নামাজটি দেশের একটি বৃহত্তম মসজিদে অনুষ্ঠিত হবে।

তিনি গুরুত্বারোপ করে বলেন: সকল মুসল্লিদের অবশ্যই স্বাস্থ্যকর প্রোটোকলগুলি পালন করতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে।

উল্লেখ্য যে, মিশরে এপর্যন্ত ৯১৫৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৪৫৫৮ জনের মৃত্যু হয়েছে।

আগের সংবাদশিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট দিতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
পরবর্তি সংবাদঈদুল আজহার পরে খুলছে আদালত: আইনমন্ত্রী