মিসরের প্রেসিডেন্ট সিসি কোয়ারেন্টাইনে !

আন্তর্জাতিক ডেস্ক

করোনাতে আক্রান্ত জেনারেলের সাথে মিটিংয়ের কারণে মিসরের প্রেসিডেন্ট সিসিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মিডলইস্ট আই

মিডলইস্ট আইয়ের সূত্রে আরবী21 আজ ২৪ মার্চ তাদের এক প্রতিবেদনে জানায়, মিসরের সশস্ত্র বাহিনী ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের করোনাতে আক্রান্ত হওয়ার বিষয়টি  গোপন করছে।

গত রবি ও সোমবার মিসরের সেনাবাহিনীর দুই জেনারেল আব্দুল হালিম দাউদ ও খালিদ শালতুত করোনাতে আক্রান্ত হয়ে মারা যান।

সূত্রের মতে নোভেল করোনাতে আক্রান্ত হয়ে মারা যাওয়া সেনা কর্মকর্তা জেনারেল দাউদ শাফির সাথে সিসি বৈঠক করেন। এরপর থেকেই সিসি ও তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

আগের সংবাদকরোনার লাশ পোড়ানোর বিরুদ্ধে ব্রিটিশ মুসলিম ও ইহুদীরা একজোট
পরবর্তি সংবাদআজই মুক্তি পেতে পারেন খালেদা জিয়া