যারা টিকা নেননি তাদের জন্য ওমিক্রন বিপজ্জনক: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের অমিক্রন ধরন বিপজ্জনক, বিশেষ করে যারা টিকা নেননি তাদের জন্য। স্থানীয় সময় গতকাল বুধবার এসব তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, বিশ্বজুড়ে করোনার অমিক্রন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তবে সংক্রমণ থেকে বাঁচতে চেষ্টা চালিয়ে যেতে হবে। খবর এএফপির।

ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ডেলটার চেয়ে অমিক্রনে আক্রান্ত রোগীর অসুস্থতা তুলনামূলক কম হলেও অমিক্রন বিপজ্জনক। বিশ্বের বহু মানুষ করোনার টিকা নেননি। তাই নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আফ্রিকায় এখনো ৮৫ শতাংশের বেশি মানুষ এক ডোজ টিকাও পাননি। টিকা নিয়ে এই বৈষম্য দূর করতে না পারলে মহামারি পুরোপুরি শেষ হবে না।

ডব্লিউএইচওর প্রধান আরও বলেন, এখন বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের বেশির ভাগ করোনাভাইরাসের টিকা নেননি। তবে তিনি এটাও বলেছেন যে টিকা করোনায় গুরুতর অসুস্থতা ও মৃত্যু ঠেকাতে খুব কার্যকর হলেও ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধের পূর্ণ সক্ষমতা টিকার নেই।

আগের সংবাদপিকেকের সঙ্গে সম্পৃক্ত কাউকে তুরস্কের পার্লামেন্টে চান না এরদোগান
পরবর্তি সংবাদবুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে শুধু মডার্নার টিকা: স্বাস্থ্য অধিদফতর