যুক্তরাষ্ট্রে প্রাণ হারালো আরও চার বাংলাদেশি

ফাতেহ ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন- বাবলী নেওয়াজ, মিজানুর রহমান, মহিউদ্দিন মিয়া এবং ফরিদ আহমেদ সাইদুল। তাঁরা সবাই নিউইয়র্কে বাস করতেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১৮৮ বাংলাদেশির মৃত্যু হলো।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা করোনায় আক্রান্ত হলেও এর সঠিক কোন পরিসংখ্যান নেই। সিটি কর্তৃপক্ষ জাতিগতভাবে আক্রান্ত বা মৃতের তালিকা প্রকাশ করে না। যুক্তরাষ্ট্রের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর হার নিউইয়র্কেই। প্রদেশটির মৃতের সংখ্যা প্রায় ২২ হাজারে দাঁড়িয়েছে।

এদিকে, যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে এপর্যন্ত মোট ১২৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে ২৭ জন, ইতালিতে ৭ জন, কানাডায় ৬ জন, কাতারে ২ জন, আরব আমিরাতে ১ জন, লিবিয়ায় ১ জন, স্পেনে ১ জন, সুইডেনে ১ জন ও গাম্বিয়ায় ১ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছেই। এই ভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৩ হাজার ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৯০ হাজারেরও বেশি মানুষ। এ নিয়ে সারাবিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ লাখ ৩১ হাজার ৮৭৮ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই মোট মৃতের সংখ্যা ৫৪ হাজারেরও বেশি। ইতালি মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। মৃতের দিক দিয়ে স্পেন আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ২৩ হাজারে দাঁড়িয়েছে। এছাড়া পঞ্চম দেশ হিসেবে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

-এ

আগের সংবাদবাংলাদেশকে ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিলো ভারত
পরবর্তি সংবাদরমজানে লিবিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান